কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলসে আনিছুর রহমানের বিদায়

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
May 3, 2025 - 19:13
 0  7
কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলসে আনিছুর রহমানের বিদায়

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেডে দীর্ঘ প্রায় ২৫ বছর ৭ মাস দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে চাকরি জীবন শেষ করলেন আনিছুর রহমান।

শনিবার (৩ মে) সকালে নিজ কর্মস্থলে শেষ স্বাক্ষর করে অবসর নেন তিনি। ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর অফিস সহকারী হিসেবে কর্ণফুলী পেপার মিলসে যোগ দিয়েছিলেন তিনি। তার পিতা অলিম উদ্দিন মিয়া একই প্রতিষ্ঠানের পানি শাখার শ্রমিক ছিলেন। পিতার কর্মসূত্রেই আনিছুর রহমান ডিপেন্ডেন্ট হিসেবে নিয়োগ পান।

আনিছুর রহমান ১৯৬৬ সালে চন্দ্রঘোনায় জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। তিনি ১৯৮২ সালে কর্ণফুলী পেপার মিলস্ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি, ১৯৮৪ সালে কর্ণফুলী কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৬ সালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে ডিগ্রি (সমমান) সম্পন্ন করেন।

চাকরি জীবনে তিনি কেপিএম শ্রমিক কর্মচারী ইউনিয়নের একাধিকবার নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি নাট্যকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন। অভিনয় ও নির্দেশনা দুটিতেই সমানভাবে দক্ষ আনিছুর রহমানের সর্বশেষ মঞ্চনাটক ছিল ‘এবং অবক্ষয়’, যা রচনা করেছিলেন জন অশোক বাড়ে এবং প্রযোজনা করেছিল কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি। এছাড়া একাধিক গানের মিউজিক ভিডিওতেও তিনি অংশ নিয়েছেন।

বর্তমানে তিনি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির কার্যকরী কমিটির যুগ্ম সম্পাদক। ব্যক্তিগত জীবনে তিনি শাহিদা রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। মেয়ে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

চাকরিজীবনের শেষ দিনে তাকে শুভেচ্ছা জানাতে কর্মস্থলে ছুটে যান রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিমসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

পরে কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ আনুষ্ঠানিকভাবে আনিছুর রহমানকে বিদায়ী ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উৎপাদন বিভাগের প্রধান মো. মঈদুল ইসলাম, এমটিএস বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আবুল কাশেম রনি, রূপসী কাপ্তাই পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী মোশারফ হোসেন, হিসাব বিভাগের কর্মকর্তা শফিউল ইসলাম মিলনসহ মিলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow