ঐক্যের শপথে জাগল কাপ্তাই: আলোচনা-গানে মুখরিত জুলাই পুনর্জাগরণ

জুলাই মাসের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে নতুন সমাজ গড়ার দৃপ্ত শপথে একাত্ম হলো পাহাড়ি জনপদ কাপ্তাই। শপথ পাঠ, প্রাণবন্ত আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (২৬ জুলাই) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উদযাপিত হলো ‘জুলাই পুনর্জাগরণ’।
কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বর্ণাঢ্য অনুষ্ঠান চলে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।
অনুষ্ঠানের আলোচনা সভাটি এক ভিন্ন মাত্রা পায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার নায়েবে আমীর লোকমান হোসেন। একই মঞ্চে সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান। এর আগে, ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে কেন্দ্রীয়ভাবে প্রচারিত মূল অনুষ্ঠানটি কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় উপভোগ করেন উপস্থিত সকলে।
আলোচনা পর্ব শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা বিষয়ভিত্তিক গান এবং কবিতা আবৃত্তির মাধ্যমে জুলাই পুনর্জাগরণের চেতনাকে ফুটিয়ে তোলেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
What's Your Reaction?






