কাপ্তাইয়ে প্রান্তিক মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার প্রান্তিক মৎস্যজীবীদের জন্য বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীর প্রত্যেককে চারটি করে ছাগল হস্তান্তর করেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ। তিনি জানান, "মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে মৎস্যজীবীদের বিকল্প আয়ের পথ করে দিতেই ছাগল বিতরণ করা হয়েছে।"
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা উপস্থিত মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলেন, "মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে মাছ আহরণ থেকে বিরত থাকতে হবে এবং পরিবেশবিনাশী কারেন্ট জাল ব্যবহার না করার অনুরোধ" জানান তাঁরা।
কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীতে জীবিকা-নির্ভর ২৫ জন নিবন্ধিত মৎস্যজীবীকে মোট ১০০টি ছাগল বিতরণ করা হয়েছে।
ছাগলগুলো পেয়ে উপকারভোগীরা জানান, এটি তাঁদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা, যা মাছ ধরা বন্ধ থাকার সময় তাঁদের পরিবারে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করবে।
What's Your Reaction?






