ভূমি উন্নয়ন করের গুরুত্ব প্রচারে আখাউড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি ভূমি অফিস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জনসচেতনতায় নতুন মাত্রা যোগ করে।
মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, আশতোষ ভৌমিক, সাদ ইবনে আলম, আব্দুর রহমান, নাজির আশীষ দাস ও আব্দুল আহাদ প্রমুখ।
আয়োজকরা জানান, ভূমি মেলার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেওয়া। এতে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ ও অনলাইনে ভূমি কর পরিশোধের সুবিধা পাচ্ছেন।
তারা আরও জানান, এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন জনগণের হয়রানি হ্রাস পাবে, তেমনি অন্যদিকে ভূমি প্রশাসনের প্রতি আস্থা ও আগ্রহ বাড়বে।
ভূমি সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ প্রশংসনীয় ও সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী তিন দিন মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হবে।
What's Your Reaction?






