কাপ্তাইয়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় হিন্দু ছাত্র ফোরামের প্রার্থনা সভা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার সদগতি ও শান্তি কামনায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রঘোনার কেপিএম কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম এবং হরি মন্দির পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রার্থনা সভাটি পরিচালনা করেন মন্দিরের পুরোহিত দেবাশীষ চক্রবর্তী। সনাতনী ধর্মীয় রীতি অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করে বিশেষ পূজা ও প্রার্থনা করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী হিন্দু ছাত্র ফোরাম রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রূপক মল্লিক রাতুল। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রী হরি মন্দিরের কার্যকরী সভাপতি রতন মল্লিক, উর্ধ্বতন সভাপতি দীপু রঞ্জন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক এবং ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিপু রঞ্জন মল্লিক প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁর আত্মার চিরশান্তি কামনায় সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ