কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 24, 2025 - 16:06
 0  16
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এই উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই 'শহীদ মোয়াজ্জেম' এর অধিনায়ক এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান কমডোর আমানত উল্লাহ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "কলেজ জীবন তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।"

প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। এছাড়াও অনুষ্ঠানে ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেতার ও টিভি শিল্পী ঝুলন দত্ত এবং কলেজের প্রভাষক তামান্না ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীরা এতে অংশগ্রহণ করেন। ছাতা নৃত্য, বোতল নৃত্য, ফিউশন নৃত্য, জারি গান এবং ব্যান্ড সঙ্গীতের অপূর্ব পরিবেশনায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow