এক মুখে ৫ আগস্ট ঘিরে ‘শঙ্কা নেই’, অন্যদিকে রাজধানীতে ‘বিশেষ অভিযান’ - স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 30, 2025 - 16:17
 0  5
এক মুখে ৫ আগস্ট ঘিরে ‘শঙ্কা নেই’, অন্যদিকে রাজধানীতে ‘বিশেষ অভিযান’ - স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই—এই দৃঢ় আশ্বাস দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে তিনি বলেছেন, "আল্লাহ চাইলে সবকিছু ভালো হবে।" তবে একইসাথে তিনি জানিয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় একটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারাদেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) নতুন অভিযান পরিচালনা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, "এটা ডিএমপি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশে না, শুধু ডিএমপিতে চলবে।"

তবে ঠিক কী কারণে বা কোন প্রয়োজনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অভিযানের পরিকল্পনা করা হয়। প্রয়োজন হয়েছে বলেই (তারা অভিযান) ধরেছেন। ডিএমপির অভিযানের ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের কাছে যান।" তার এই বক্তব্যে অভিযানের সুনির্দিষ্ট কারণ নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েই গেল।

৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার হুমকি আছে কি না, এই প্রশ্নের জবাবে উপদেষ্টা সরাসরি বলেন, "না, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সব কিছু আল্লাহ দিলে ভালো হবে।"

অন্যদিকে, বাংলাদেশি পাসপোর্টের বিপরীতে বিভিন্ন দেশের ভিসা বাতিল বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে কি না, এমন গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, "অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না। যেসব দেশের সাথে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই, তাদের তো আমরা ভিসা দেবো না।"

এছাড়া, সম্প্রতি মালয়েশিয়ায় বেশ কিছু বাংলাদেশি গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং দ্বিপাক্ষিক চুক্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।

রংপুরের গঙ্গাচর উপজেলায় ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংস ঘটনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "যারা সেখানে (হামলা করতে) গেছেন, তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনবো।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow