জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা — স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 27, 2025 - 14:50
 0  1
জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে জোর তৎপরতা — স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তর ও পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, “গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো নির্বাচন পূর্ববর্তী সময়ে উদ্ধার করা হবে।”

তিনি বলেন, দেশে এখনো কিছু অস্ত্র উদ্ধার হয়নি। তবে আমরা সক্রিয় রয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিনরাত কাজ করছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

সম্প্রতি ভারত থেকে বাংলাদেশিদের পুশইন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গত এক মাসে প্রায় ১,৫০০ বাংলাদেশিকে ভারত থেকে পুশইন করা হয়েছে—তথ্যটি সঠিক। তারা বাংলাদেশি হলে, ১০ কিংবা ২০ বছর পর হলেও আমরা তাদের গ্রহণ করব।”

তবে রোহিঙ্গা পুশইনের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “রোহিঙ্গাদের যেভাবে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি।”

তিনি অভিযোগ করে বলেন, ভারত সরকার মাঝে মাঝে নিয়ম না মেনে নদীর পাড়ে বা জঙ্গলে লোকজন ফেলে দিচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং কিছু অগ্রগতি হয়েছে।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত দল কাজ করছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি দায়িত্বে অবহেলা করলেও সংশ্লিষ্টদের শাস্তি পেতে হবে।

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, আমাদের দায়িত্ব হবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা যদি সত্য তুলে ধরেন, তাহলে বিভ্রান্তি দূর হবে।

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের মামলাগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেককে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কিছুটা বিলম্বিত হচ্ছে। তারপরও আমরা সত্য উদঘাটনের চেষ্টা করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট—নির্বাচনকালীন নিরাপত্তা, অস্ত্র উদ্ধার ও পুশইন মোকাবিলায় সরকার বদ্ধপরিকর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow