উষ্ণ অভ্যর্থনায় নতুন অধ্যায়ের শুরু: রাজেন্দ্র কলেজে নবীনদের বরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 30, 2025 - 16:29
 0  2
উষ্ণ অভ্যর্থনায় নতুন অধ্যায়ের শুরু: রাজেন্দ্র কলেজে নবীনদের বরণ

ফুল, স্নিগ্ধ হাসি আর আগামীর অবারিত স্বপ্ন—এই তিনে মিলে আজ এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে। অনার্স প্রথম বর্ষে পা রাখা একঝাঁক নবীন শিক্ষার্থীর আনুষ্ঠানিক পথচলা শুরু হলো ‘ওরিয়েন্টেশন ও নবীন বরণ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে। শিক্ষকদের উষ্ণ অভ্যর্থনা আর গুরুজনদের দিকনির্দেশনামূলক বক্তব্যে মুখরিত ছিল দিনটি।

বুধবার (৩০ জুলাই) সকাল দশটায় শহরের বায়তুল আমানস্থ সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স শাখায় এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সকল বিভাগের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ড. মোঃ আলমগীর কবীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উদ্দেশে মূল্যবান বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, প্রফেসর এস.এম আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা, যা নবীনদের মনে এক উষ্ণ অনুভূতির সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এস.এম আবদুল হালিম বলেন, "শিক্ষাজীবন একটি স্বর্ণালী অধ্যায়। রাজেন্দ্র কলেজের এই উর্বর ভূমিতে তোমাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। তোমরা শুধু জ্ঞান অর্জন করবে না, নিজেদের মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে দেশ ও দশের কল্যাণে কাজ করবে।"

অন্যান্য বক্তারাও নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, "সবসময় সত্য ও সুন্দরের পথে চলবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এবং শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলে তোমরা এই প্রতিষ্ঠানের সুনামকে আরও উচ্চতায় নিয়ে যাবে। এই বিদ্যাপীঠ তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করবে, তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলো।"

অনুষ্ঠান শেষে একরাশ স্বপ্ন আর নতুন জীবনের প্রত্যয় নিয়ে ক্লাসের পথে পা বাড়ান নবীন শিক্ষার্থীরা, যাদের চোখেমুখে ছিল আগামীর উজ্জ্বল সম্ভাবনা গড়ার দৃঢ় প্রত্যয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow