আ. লীগের ষড়যন্ত্রমূলক তৎপরতায় বিন্দুমাত্র ছাড় নয় - স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 2, 2025 - 12:51
 0  2
আ. লীগের ষড়যন্ত্রমূলক তৎপরতায় বিন্দুমাত্র ছাড় নয় - স্বরাষ্ট্র উপদেষ্টা

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের গোপন তৎপরতা বা ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা, এমনকি এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলেও, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কঠোর বার্তা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনভাবেই তারা ছাড় পাবে না।"

সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক এবং ষড়যন্ত্রের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে উপদেষ্টার এই বক্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্ট করেন, ষড়যন্ত্রে লিপ্ত হলে পদের তোয়াক্কা করা হবে না। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যও যদি এ ধরনের ষড়যন্ত্রে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।"

আসন্ন পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের অস্থিরতার শঙ্কা রয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জনগণকে আশ্বস্ত করে বলেন, "আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। দেশের মানুষ যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে আমি কোনো শঙ্কার কারণ দেখছি না।"

থানা পরিদর্শনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা রায়েরবাজার বধ্যভূমি সংলগ্ন কবরস্থানে যান। সেখানে তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow