৩৬শে জুলাই স্মরণে ফরিদপুর মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 4, 2025 - 16:21
 0  2
৩৬শে জুলাই স্মরণে ফরিদপুর মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি

ঐতিহাসিক ৩৬শে জুলাই স্মরণে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে বারোটায় কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার দিলরুবা জেবা, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খান মোঃ আরিফ, ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান মৃন্ময় বিশ্বাস এবং ইএনটি বিভাগের অধ্যাপক ডা. নৃপেন্দ্রনাথ বিশ্বাস।

এছাড়াও, কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নেন।

অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার দিলরুবা জেবা তার বক্তব্যে ৩৬শে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন এবং সবুজ ও সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্বের কথা বলেন। তিনি বলেন, "এই বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি পরিবর্তন ও নতুন সূচনার প্রতীক।"

পরে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে একটি উৎসবমুখর ও প্রেরণাদায়ক পরিবেশের সৃষ্টি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow