সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এম. জালাল উদ্দিন আহমেদ এর ছেলে শাকিল আহমেদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টার দিকে পাচুরিয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা জানান, শাকিল আহমেদ এলাকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। সম্প্রতি যৌথবাহিনী তাকে বোয়ালমারীর বাসা থেকে তুলে নিয়ে অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার দেখায়, যা এলাকাবাসীর মতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা।
স্থানীয়রা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ অপরাধচক্র শাকিল আহমেদকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। কারণ, তিনি নানা সময় অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
সূত্র জানায়, সোমবার ভোররাতে ধুলজুড়ি গ্রামের একটি মন্দির, একটি করাতকল এবং তিনটি বসতঘরের রান্নাঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর যৌথবাহিনীর অভিযানে শাকিল আহমেদসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় তিনটি পৃথক মামলা রুজু করে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান এম. এম. জালালউদ্দিন আহমেদ বলেন, "আমার ছেলে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ঘটনার দিন সে বোয়ালমারীতে অবস্থান করছিল। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা প্রকৃত দোষীদের সনাক্ত করে নির্দোষদের মুক্তির দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশীদ জানান, “মন্দিরসহ অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা হয়েছে এবং যৌথবাহিনী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তদন্ত সাপেক্ষেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, নিরপরাধ কাউকে হয়রানি করার সুযোগ নেই।”
What's Your Reaction?






