রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা
রাজশাহী শহরটি তার অপরূপ সৌন্দর্য ও পরিস্কারতার জন্য সুপরিচিত। শহরের পাশেই বয়ে চলেছে পদ্মা নদী, যা দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে হাজির হন। পদ্মার তীরে গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট, যেখানে চা, কফি, ফুচকা, চটপটি, বাচ্চাদের খেলনা সহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। পদ্মার নির্মল বাতাস ও নদীর অপূর্ব দৃশ্য মনোরঞ্জনকারী হয়ে ওঠে।
১২ কিলোমিটার দীর্ঘ সরু পথ ধরে পদ্মার পাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসেন নানা বয়সী মানুষ। বিশেষত, সকালে ও বিকালে এখানে হাঁটতে আসেন অনেকে। যদিও বর্তমানে গ্রীষ্মকাল চলছে, তবুও নদীটির মাঝখানে পানি কমে গেছে। বর্ষাকালে নদীটি পূর্ণ থাকে এবং এর পানি প্রবাহ বাড়ে, যা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
রাজশাহী শহরে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যেমন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রুয়েটসহ অনেক স্কুল ও কলেজ। এইসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা নিয়মিতভাবে পদ্মার পাড়ে সময় কাটাতে আসে।
এই শহরে রয়েছে হযরত শাহ মখদম (রা)-এর মাজার শরীফ, যা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। সব মিলিয়ে, রাজশাহী শহরের পদ্মা নদীর পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা বিরাজ করছে, যা স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
What's Your Reaction?
মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী