যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ: পলাতক দুই সন্ত্রাসী চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)-এর সদস্যরা। তাদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির রফিক উল্যার ছেলে রায়হান (২২) এবং একই গ্রামের চান্দার বাড়ির আবু ছায়েদের ছেলে সালাম (২৪)।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ড জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, বেগমগঞ্জের চিহ্নিত দুই সন্ত্রাসী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বুধবার সকালে সেখানে অভিযান পরিচালনা করে এবং রায়হান ও সালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।" তিনি আরও নিশ্চিত করেন যে, ধৃত আসামিদের মধ্যে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং অপরজনের বিরুদ্ধে বসতবাড়িতে অগ্নিসংযোগের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, "র্যাব-১১ এর সদস্যরা গ্রেপ্তারকৃত দুই আসামিকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট এবং অন্য একটি পৃথক মামলা রয়েছে। আমরা যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করছি এবং তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, এই সন্ত্রাসীরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
What's Your Reaction?






