নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন বিতরণ, খতমে কোরআন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার ওছখালী এলাকায় জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবের বাসভবনে এ আয়োজন করা হয়। হাতিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ ব্যানারে কর্মসূচিটি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।
দোয়া মাহফিলে অংশ নেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। আজ তিনি অসুস্থ—এ অবস্থায় তাঁর সুস্থতা দেশের সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা। সেই আশা থেকেই এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।”
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ