বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পেলেন ফরিদপুরের নাঈম শেখ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আজ রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড় নিলাম। নিলামের প্রথম খেলোয়াড় হিসেবে ওঠেন ফরিদপুরের সন্তান ও জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ।
‘এ’ ক্যাটাগরিভুক্ত নাঈম শেখের ভিত্তিমূল্য নির্ধারিত ছিল ৫০ লাখ টাকা। দফায় দফায় দরকষাকষির পর শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম রয়্যালস। তারা নাঈমকে কিনেছে ১ কোটি ১০ লাখ টাকায়। এ দামেই তিনি হয়ে উঠেছেন এবারের বিপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার।
‘এ’ ক্যাটাগরিতে ছিলেন মোট দুই ক্রিকেটার—নাঈম শেখ ও টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। লিটনকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর রাইডার্স।
গত আসরে খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নাঈম শেখ। ১৪ ম্যাচে ৫১১ রান করে তিনি হয়েছিলেন পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রহকারী। এবারও তার কাছ থেকে একই রকম ধারাবাহিকতা আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। দেশের কোটি ভক্তের প্রত্যাশা—নিজ দলের হয়ে সর্বোচ্চ রান করে আবারও মুগ্ধ করবেন এই তরুণ ব্যাটার।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ