বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে যে বার্তা দিলেন শান্ত

খেলা ডেস্কঃ
Dec 25, 2025 - 19:00
 0  3
বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে যে বার্তা দিলেন শান্ত
ছবি : সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। শুক্রবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হোম দর্শকদের বিপক্ষে খেলতে নামার সুযোগ পাওয়ায় রোমাঞ্চিত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, হোম দর্শকদের সামনে খেলাটা যে কোনো ক্রিকেটারের জন্যই বাড়তি উত্তেজনা ও চ্যালেঞ্জের। তাঁর মতে, এই চ্যালেঞ্জ গ্রহণ করাই ক্রিকেটের সৌন্দর্য। রাজশাহীর খেলোয়াড়েরা মানসিকভাবে এই চাপ মোকাবিলার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

তবে প্রতিপক্ষকে এগিয়ে বা পিছিয়ে রাখার পক্ষে নন রাজশাহীর অধিনায়ক। শান্তের ভাষায়, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স—দুই দলই সমান শক্তিশালী। শেষ পর্যন্ত ম্যাচের দিন যে দল মাঠে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারবে, জয় তাদেরই হবে।

নিজের লক্ষ্য সম্পর্কে শান্ত বলেন, এবারের বিপিএলে তিনি নিয়মিত পারফরম্যান্সের মাধ্যমে দলের জন্য প্রভাব রাখতে চান। শুধু ব্যাটিং নয়, দলের প্রয়োজনে সব দিক দিয়েই অবদান রাখার দিকে মনোযোগ তাঁর। পাশাপাশি আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে বিপিএলকে নিজেকে প্রমাণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবেও দেখছেন তিনি। তবে জাতীয় দলে সুযোগ পাওয়া নির্ভর করবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর—নিজের কাজ কেবল মাঠে ধারাবাহিকভাবে ভালো খেলা।

বিপিএল শুরুর আগে প্রায় প্রতি মৌসুমেই খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যু আলোচনায় আসে। তবে এবার এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন শান্ত। তাঁর মতে, ফ্র্যাঞ্চাইজিগুলো সময়মতো পারিশ্রমিক পরিশোধ করায় টুর্নামেন্টের পরিবেশ ইতিবাচক হয়েছে। বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্স শুরুতেই খেলোয়াড়দের পাওনা পরিশোধ করায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

শান্ত আশা করেন, ভবিষ্যতেও সব দল একইভাবে পেশাদার আচরণ বজায় রাখবে। এতে খেলোয়াড়েরা পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তামুক্ত থেকে পুরো মনোযোগ মাঠের খেলায় দিতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow