দেশে ফিরে পরম মমতায় মাটি ছুঁলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Dec 25, 2025 - 19:53
Dec 25, 2025 - 21:24
 0  7
দেশে ফিরে পরম মমতায় মাটি ছুঁলেন তারেক রহমান

লাখো জনতার স্লোগান, মাইকের আওয়াজ আর রাজকীয় সংবর্ধনা—সবকিছু ম্লান হয়ে গেছে মাত্র একটি স্থিরচিত্রের কাছে। আজকের দিনের হাজারো খবরের ভিড়ে এই একটি ছবিই যেন বলে দিচ্ছে দীর্ঘ প্রতীক্ষা আর ভালোবাসার পুরো গল্পটা।

দীর্ঘ নির্বাসন শেষে আজই (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার পরে লাগোয়া বাগানে ঘটল এক অভূতপূর্ব ঘটনা। সব প্রোটোকল আর আনুষ্ঠানিকতাকে একপাশে সরিয়ে রেখে তিনি জুতা খুলে খালি পায়ে বসে পড়েন ঘাসের ওপর। পরম মমতায় হাত বুলিয়ে দেন প্রিয় জন্মভূমির মাটিতে।

ছবিটিতে দেখা যায়, পরনে ফরমাল স্যুট, চোখে চশমা, অথচ শরীরী ভাষায় নেই কোনো আড়ম্বর। মাটির দিকে তাকিয়ে তিনি যেন অনুভব করার চেষ্টা করছিলেন ফেলে আসা সেই দেড় যুগের স্মৃতি। তাঁর হাতের স্পর্শে ছিল সন্তান যেমন করে মাকে ছুঁয়ে দেখে, ঠিক তেমনই এক গভীর আবেগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর থেকেই তা নেটিজেনদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকেই লিখছেন, ‘রাজনীতি যার যার, কিন্তু মাতৃভূমির প্রতি এই টান সবার।’ সমর্থকরা বলছেন, মঞ্চের জ্বালাময়ী ভাষণের চেয়েও নীরব এই ছবিটি অনেক বেশি শক্তিশালী। এটি প্রমাণ করে, হাজার মাইল দূরে থাকলেও তাঁর মন পড়েছিল এই বাংলার মাটিতেই।

দিনশেষে রাজনৈতিক তর্ক-বিতর্ক হয়তো থাকবে, কিন্তু মাতৃভূমিকে ভালোবেসে খালি পায়ে মাটি ছোঁয়ার এই দৃশ্যটি ইতিহাসের পাতায় এক অনন্য নজির হয়েই রইল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow