ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বান্দরবানে ১৬ দিনের কর্মসূচি

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Dec 1, 2025 - 10:45
 0  4
ডিজিটাল সহিংসতা প্রতিরোধে বান্দরবানে ১৬ দিনের কর্মসূচি

আন্তর্জাতিক ১৬ দিনের কর্মসূচি ২০২৫-এর প্রতিপাদ্য “End digital violence against all women and girls – Join the UNITE campaign to stop digital abuse” সামনে রেখে বান্দরবানের বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সহযোগিতায় জেলা সদরের হেড অফিসে সকাল ১০টা ৩০ মিনিটে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে এক গুরুত্ববহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনকেএস-এর এইচআর ও অ্যাডমিন ম্যানেজার সাইন সাইন এ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক উবানু মারমা। তিনি বলেন, “ডিজিটাল সহিংসতা এখন একটি নতুন সংকট। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে দেখা যায়—ছবি অপব্যবহার, ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তাই সচেতনতা তৈরি আজ অত্যন্ত জরুরি।”

সভায় সভাপতিত্ব করেন বিএনকেএস সভানেত্রী নেমকিম বম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুপন চাকমা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সারা সুদীপা উইনুস, ইউপি সদস্য অংসাহ্লা মারমা ও নারী সদস্যা পুষ্পীতা চাকমা। এছাড়া নারী যোগাযোগ কেন্দ্রের সদস্য, নির্বাহী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ইউপি সদস্য অংসাহ্লা মারমা বলেন, “গ্রামাঞ্চলের কিশোরীরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে ঠিকই, তবে নিরাপত্তা জ্ঞানের ঘাটতি রয়ে গেছে। পরিবার ও বিদ্যালয়ে এই বিষয়ে আলোচনা বাড়ানো জরুরি।”

নারী সদস্যা পুষ্পীতা চাকমা বলেন, “অনলাইন হয়রানি মেয়েদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেকে পড়াশোনা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই মানসিক সহায়তা ও পারিবারিক সমর্থন অত্যন্ত প্রয়োজন।”

অ্যাডভোকেট সারা সুদীপা উইনুস বলেন, “ডিজিটাল হয়রানির অধিকাংশ ঘটনা ভয় বা লজ্জায় প্রকাশ পায় না। অথচ আইনে এসব অপরাধ দণ্ডনীয়। নারীদের অভিযোগ প্রদানের পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রধান অতিথি সুপন চাকমা বলেন, “ডিজিটাল সহিংসতা নারীর নিরাপত্তার বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পাহাড়ি নারীরা প্রযুক্তি ব্যবহারে এগিয়ে এলেও নিরাপত্তা বিষয়ে এখনও পিছিয়ে। তাই কমিউনিটি পর্যায়ে সচেতনতা অত্যন্ত প্রয়োজন।”

সভাপতি নেমকিম বম সমাপনী বক্তব্যে বলেন, “নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন। পাহাড়ি অঞ্চলে নারীদের ডিজিটাল অধিকার সুরক্ষায় বিএনকেএস কাজ করে যাবে।”

বিকালে পথনাটক, ব্যাপক উপস্থিতি

একই দিনে বিকালে থোয়াইগ্য পাড়ায় ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পথনাটকের আয়োজন করে বিএনকেএস। গ্রামের নারী-পুরুষ, যুবক-যুবতী, কিশোর-কিশোরীসহ নানা বয়সের মানুষ নাটকটি উপভোগ করেন। নাটকে দেখানো হয়—অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, ডিজিটাল হয়রানির শিকার হলে করণীয়, নিরাপদ অনলাইন ব্যবহার এবং পরিবার-সমাজের ভূমিকা।

গ্রামবাসীরা জানান, নাটকটি বাস্তব জীবনের ঝুঁকি সম্পর্কে তাদের আরও সচেতন করেছে। অনেকেই মত দেন, “এ ধরনের আয়োজন আমাদের পরিবারকে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ভাবতে শেখায়।”

আলোচনা সভা, মতবিনিময় এবং পথনাটক—এই তিন পর্বের সমন্বয়ে বিএনকেএস-এর আয়োজনটি পাহাড়ি অঞ্চলে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শক্তিশালী জনসচেতনতা তৈরি করেছে। বিশেষ করে নারী ও কিশোরীদের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অধিকার রক্ষায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow