বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Apr 14, 2025 - 16:06
 0  5
বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নানা আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল, ২০২৫) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।

বৈশাখী গান, বাঁশির সুর ও বাদ্যের তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক, পার্ক মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড় হয়ে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় বাঙালি সমাজের নানান ঐতিহ্য ও সংস্কৃতির রূপ তুলে ধরা হয়।

শোভাযাত্রা শেষে একাডেমিক ভবনের সামনে বিভিন্ন বিভাগ কর্তৃক আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন উপাচার্য। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

উপাচার্য বলেন, "বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি সংস্কৃতিকে ধারণ করে যেভাবে বেরোবি নববর্ষ উদযাপন করছে, তা প্রশংসনীয়।" তিনি আরও বলেন, "বাঙালি ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সে জন্য আমাদের সাংস্কৃতিক শেকড়কে ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।"

পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়।

উল্লেখ্য, নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। প্রথম দিন, ৩০ চৈত্র (১৩ এপ্রিল, ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow