ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত অন্তত ১০

ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন যাত্রী। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুরগামী রয়েল পরিবহন এবং বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।
দুর্ঘটনার বিষয়ে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”
এদিকে দুর্ঘটনাস্থলে এখনও জড়ো হয়ে আছেন শত শত উৎসুক জনতা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এ মহাসড়কে স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কানাইপুর মোড় এলাকায় স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






