ইন্দুরকানীতে জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৪

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—শামসুল হক সিকদার (৬৫), তাঁর স্ত্রী রওশন আরা বেগম (৫৫), ছেলে মহাসিন সিকদার (৩০) ও ফাইজুল সিকদার (২৫)। গুরুতর আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কালাইয়া গ্রামের শামসুল হক সিকদারের সঙ্গে তাঁর সৎ ভাই বাদশা সিকদারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের জেরে বুধবার বাদশার পক্ষ নিয়ে কুদ্দুস বিশ্বাস, তাঁর ছেলে শরিফুল বিশ্বাস, প্রতিবেশী ফারুক বিশ্বাস, জামাল মোল্লা, মোহাম্মদ বিন জামাল, কবির হাওলাদারসহ ১০–১২ জন দেশীয় অস্ত্র নিয়ে শামসুল হকের পরিবারের ওপর হামলা চালায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন।
আহত শামসুল হক সিকদার বলেন, “আমার সৎ ভাই বাদশা দুই শতাংশ জমি দাবি করে আসছে। জমি মাপজোখ ও সালিশে তার প্রাপ্তি না থাকলেও তিনি জোর করে দখল নিতে চায়। আজ আমাদের ওপর হামলা চালানো হয়েছে, এমনকি আমার ছেলের বিকাশের দোকানও ভাঙচুর করেছে।”
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?






