ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তোরণ নির্মাণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুর শহরে একটি তোরণ নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে এই তোরণের নির্মাণ কাজ শুরু হয় এবং বুধবার তা সম্পন্ন হয়।
সারা দেশের মতো ফরিদপুরেও গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এই তোরণ নির্মাণ করা হয়েছে। তোরণের গায়ে আন্দোলনের সময়ের বিভিন্ন স্লোগান তুলে ধরা হয়েছে।
ফরিদপুর জেলায় গণঅভ্যুত্থানে যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছেন এবং যাদের নাম তোরণে উল্লেখ করা হয়েছে তারা হলেন তামিম শিকদার, সিরাজুল বেপারী, জান শরীফ মিঠু, আব্দুল আহাদ, শামসু মোল্লা, খালিদ হোসেন সাইফুল এবং কামরুল ইসলাম সেতু।
What's Your Reaction?






