ফরিদপুরে এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ'লীগ নেত্রীর মেয়ে

ফরিদপুর প্রতিনিধিঃ
May 1, 2025 - 17:53
 0  2
ফরিদপুরে এনসিপি’র কমিটি গঠনের দায়িত্বে মহিলা আ'লীগ নেত্রীর মেয়ে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কমিটি গঠনে নতুন দায়িত্ব পেয়েছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহামুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপি'র মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে জানানো হয়, সৈয়দা নীলিমা দোলাকে ফরিদপুর জেলার কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে এবং জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নাসিরের আপন ভাগ্নি।

এছাড়া, ফরিদপুর অঞ্চলের টিমকে নির্দেশনা দেয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কমিটির প্রস্তাবনার উপর কাজ করতে। ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে মো. আব্দুর রহমান এবং সংগঠক হিসেবে মো. রাকিব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী জেলার দুইজন করে সদস্য কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ বিষয়ে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা বলেন, "পারিবারিক পটভূমি আওয়ামী লীগ। আমরা দেখেছি, গত জুলাই-আগস্ট আন্দোলনে তার (সৈয়দা নীলিমা) মামা গোলাম নাসির কীভাবে আমাদের ওপর গুলি চালিয়েছেন। তার মায়ের কর্মকাণ্ডও আমাদের জানা। সৈয়দা নীলিমা দোলার সঙ্গে আমাদের পরিচয় নেই। দায়িত্ব দেয়ার আগে সঠিক যাচাই-বাছাই করা উচিত ছিল।"

অন্যদিকে, সৈয়দা নীলিমা দোলা জানিয়েছেন, "আমি দীর্ঘ ১০ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালে সব আন্দোলনেই সক্রিয় ছিলাম। ২০১২ সালে পরিবারের সঙ্গে বিচ্ছেদের পর রাজপথই আমার আসল পরিবার। আমি কখনও ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না। এনসিপি'র কেন্দ্রীয় নেতারা আমার পারফরম্যান্স জানেন, বুঝেন এবং আমাকে লিটমাস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow