নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার আখেড়া গ্রামে বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বাসিন্দা আলেফ উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোরের দিকে রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আরিফ। তার শরীরের পেট ও হাতসহ কয়েক জায়গায় দগদগে পোড়া দাগ দেখা গেছে। ঘটনাস্থলে তার হাতে একটি কাটার প্লাস ধরা ছিল।
রাইস মিলের কর্মচারী লিপল জানান, সকালে কাজে এসে তিনি মিটার সংলগ্ন ঘাসের জমিতে আরিফের মরদেহ পড়ে থাকতে দেখেন।
আরিফের বড় ভাই স্বপন বলেন, “আমার ছোট ভাই মাদকাসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে বাবা তাকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দেন।”
মিল কর্তৃপক্ষ জানায়, আগেও মিল থেকে বেশ কয়েকবার বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। এরপর চোরেরা অভিনব কৌশলে বিকাশে টাকা দাবি করে এবং অর্থ পাঠানোর পর মিটারগুলো ফিরিয়ে দেয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
What's Your Reaction?






