পিতার বিরোধে মেয়ের জমি দখলের চেষ্টা

মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া প্রতিনিধি, ময়মনসিংহঃ
May 5, 2025 - 19:07
 0  22
পিতার বিরোধে মেয়ের জমি দখলের চেষ্টা

পিতার সঙ্গে ব্যক্তিগত আক্রোশের জেরে নিজের মেয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাসনা গ্রামে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, উপজেলার বালিয়ান ইউনিয়নের বাসনা মৌজার নয়াবিলা ত্রিমোহনির বাজার সংলগ্ন খোড়ার মোড় এলাকায় ১০৩৭ দাগে ১৬.৫ শতক এবং ১০৪৮ দাগে ৭ শতক জমির মালিক ঢাকায় বসবাসরত মারুফা আক্তার আনিকা। অভিযোগ উঠেছে, তার পিতা মো. মফিজ উদ্দিন মন্ডল পূর্বে ১০৩৭ নং দাগে নিজের ৫৮.৫ শতক জমি বিক্রি করেন হাবিবুর রহমান হবি ও হাবিবুল্লাহর কাছে।

রবিবার (৪ মে) থেকে জমি ক্রেতারা নির্মাণকাজ শুরু করলে আনিকার দখলে থাকা ৬.৫ শতক জমি জোরপূর্বক বেদখলের উদ্দেশ্যে খুঁটি পুঁতে রাখেন তারা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাবিবুর রহমান হবি ও হাবিবুল্লাহ অবকাঠামো নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তারা উপস্থিত না থাকলেও স্থানীয়রা জানান, পিতা-মেয়ের পারিবারিক বিরোধের সুযোগকে পুঁজি করে হবি গংরা দখলের অপচেষ্টা চালাচ্ছেন।

এলাকাবাসীর দাবি, এ জমি মারুফা আক্তার আনিকার সাফকাওলা দলিলভুক্ত সম্পত্তি হওয়ায় সেটি দখলের কোনো সুযোগ নেই। উল্লেখযোগ্য যে, হবি গংদের বিরুদ্ধে থানায় এবং আদালতে একাধিক চাঁদাবাজি ও ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে মারুফার পিতা মফিজ উদ্দিন মন্ডল বলেন, “আমি আমার মালিকানাধীন জমি বিক্রি করেছি। কিন্তু আমার মেয়ের জমি দখলের চেষ্টা ব্যক্তিগত আক্রোশ থেকেই করা হচ্ছে।”

অন্যদিকে, হাবিবুর রহমান হবি বলেন, “আমার পাশের এই জমিটা যেকোনো মূল্যে লাগবেই।”

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow