ফেয়ারি এগ্রো ফার্মে ৪৯ জন শ্রমিক-কর্মচারী জিম্মি, চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় অবস্থিত ফেয়ারি এগ্রো ফার্মে ৪৯ জন শ্রমিক, কর্মচারী ও নিরাপত্তাকর্মীকে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ফার্মের গেটের তালা বাইরে থেকে লাগিয়ে তাদের অন্তত ২৫ ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় চার ব্যক্তির বিরুদ্ধে। এদের মধ্যে রয়েছেন শফিক, মামুদ, শফিকের মা ও এক নারী পুপু।
লামা থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, রবিবার (৪ মে) বিকেল ৩টার দিকে অভিযুক্তরা ফার্মে প্রবেশ করে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বাইরে থেকে গেটে তালা লাগিয়ে দেন। এতে ভিতরে অবস্থানরত শ্রমিক, সিকিউরিটি গার্ডসহ ৪৯ জন কর্মচারী বাইরে বের হতে না পেরে দীর্ঘ সময় ধরে জিম্মি অবস্থায় থাকতে বাধ্য হন।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দুইজন পুরুষ ও দুইজন নারী বিভিন্ন ভাষায় হুমকি দিচ্ছেন এবং তাদের একজনের হাতে ধারালো দা দেখা যায়। ভিডিওটি ফার্মেরই একজন কর্মচারী গোপনে ধারণ করেছেন বলে জানা গেছে।
ফার্ম কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর পরই তারা সরই ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও লামা থানার অফিসার ইনচার্জকে ফোনে বিষয়টি জানালেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে অভিযুক্ত শফিকের মোবাইল নম্বরে (০১৮৪৩৩৭৩১৯৪) একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত মামুদুল ইসলাম মুঠোফোনে বলেন, "তিন বছর আগে ফার্ম কর্তৃপক্ষ আমাদের ২৫ পরিবারের হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছিল। অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। প্রতিবাদ করতেই আমরা গেটে তালা দিয়েছি।"
এদিকে, ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, “ঘটনাটি শুনেছি, তবে লিখিত অভিযোগ পাইনি।”
সোমবার বিকেলে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমি বিষয়টি জানার পর তালা খুলে দিতে বলেছি। আজ একটি সিকিউরিটি ফার্ম আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফার্মের কর্মীরা এখনও জিম্মি দশায় রয়েছেন বলে জানা গেছে।
What's Your Reaction?






