অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি’র মানবিক সহায়তা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 27, 2025 - 15:33
 0  11
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি’র মানবিক সহায়তা

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিবির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি-এর নেতৃত্বে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “বিজিবি সর্বদা জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও দৃঢ় হয়েছে, যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, বরং স্থানীয় জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।”

উল্লেখ্য, গত শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। দুর্ঘটনার সময় ৩৮ বিজিবির সদস্যরা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অগ্রণী ভূমিকা পালন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow