কাপ্তাইয়ে বিলুপ্ত রাজ ধনেশ ও টিয়া পাখির বাচ্চা উদ্ধার
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিলুপ্তপ্রায় দুটি রাজ ধনেশ ও একটি টিয়া পাখির বাচ্চা উদ্ধার করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের সহায়তায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে এসব বিরল পাখি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালিত হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী এবং কাপ্তাই রেঞ্জ সহকারী ওসমান গণি।
বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সহকারী ওসমান গণিকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। সফলভাবে রাজ ধনেশ ও টিয়া পাখির বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পাখিগুলোকে প্রাথমিক পর্যবেক্ষণের পর রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকোপার্কে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, রাজ ধনেশ একটি বিপন্ন প্রজাতির পাখি, যা বাংলাদেশে খুবই বিরল। পাখিগুলো অবৈধভাবে পাচার কিংবা বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ