এক বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা  মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 

নিউজ ডেস্ক
Mar 4, 2024 - 18:00
 0  12
এক বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা  মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 

নিউজ ডেস্ক:

এক বাংলাদেশিকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই'র। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অপহরণ, নির্যাতন, যৌন নিপীড়ন ও মুক্তিপণ দাবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশিকে খুঁজছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। তাঁকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে গোয়েন্দা সংস্থাটি। এ-সংক্রান্ত একটি পোস্টারও প্রকাশ করেছে তারা। 
 
এএফবিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই পোস্টারে বলা হয়েছে, ওই বাংলাদেশির নাম রুহেল চৌধুরী (৩৪)। তাঁর জন্ম বাংলাদেশে। নিউইয়র্কের কুইন্স এলাকায় গত বছরের ২৭ মার্চ ও ১১ মে দুটি অপহরণের ঘটনায় তিনি ও তাঁর সঙ্গীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রাস্তা থেকে অপহরণের পর ভুক্তভোগীদের সঙ্গে থাকা জিনিসপত্র ছিনতাই করা হয়েছিল। তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছিল এবং মাদক নিতে বাধ্য করা হয়েছিল। অপহরণের শিকার একজনকে মুক্তিপণের দাবিতে আটকে রেখে যৌন নির্যাতনও করা হয়েছিলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow