উত্তেজনায় ঠাসা ফাইনালে চ্যাম্পিয়ন আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 25, 2025 - 22:31
 0  9
উত্তেজনায় ঠাসা ফাইনালে চ্যাম্পিয়ন আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ

ফুটবলের বাঁধভাঙা উন্মাদনায় মেতে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা। শত শত দর্শকের হর্ষধ্বনি, করতালি আর স্লোগানে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হলো আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট-এর জমজমাট ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শেষে আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (পাইলট) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিরোপা লড়াই শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ভরা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী হাজারো দর্শক।

ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল – আলফাডাঙ্গা পৌরসভা ফুটবল একাদশ এবং বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশ। উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে তোলে। রক্ষণভাগের দৃঢ়তার কারণে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের মধ্যভাগে এসে ম্যাচের মোড় ঘুরে যায়। দুর্দান্ত এক থ্রু পাসে বল পেয়ে পৌরসভা দলের ফরোয়ার্ড একমাত্র ও জয়সূচক গোলটি জালে জড়িয়ে দেন। এরপর বুড়াইচ ইউনিয়ন দল সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠলেও পৌরসভা দলের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বিজয়ের উল্লাসে ফেটে পড়ে পৌরসভা ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকরা।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল, যিনি তাঁর বক্তব্যে বিজয়ী ও রানার-আপ দলকে আন্তরিক অভিনন্দন জানান।

এ সময় ইউএনও রাসেল ইকবাল বলেন, "আজকের এই সফল টুর্নামেন্ট প্রমাণ করে যে আলফাডাঙ্গার তরুণ সমাজ খেলাধুলাকে কতটা ভালোবাসে। ফুটবলের মাধ্যমে আমাদের যুবসমাজকে মাদক এবং সব ধরনের নেতিবাচক কাজ থেকে দূরে রাখা সম্ভব। এই ধরনের আয়োজন শুধু শারীরিক ও মানসিক বিকাশের সহায়ক নয়, বরং এটি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনও দৃঢ় করে। চ্যাম্পিয়ন আলফাডাঙ্গা পৌরসভা এবং রানার-আপ বুড়াইচ ইউনিয়ন—উভয় দলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভবিষ্যতেও উপজেলা প্রশাসন এমন সুস্থ বিনোদনের আয়োজন অব্যাহত রাখবে।"

ইউএনও আরও বলেন, টুর্নামেন্টের সার্বিক সফলতায় অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, সংগঠক ও দর্শকদের ভূমিকা অনস্বীকার্য।

ফাইনালে বিজয়ী দলের গোলদাতা খেলোয়াড় 'ম্যান অফ দ্য ম্যাচ'-এর পুরস্কার অর্জন করেন। এছাড়া, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং রানার-আপ দলকেও গোল্ডকাপ তুলে দেওয়া হয়। দর্শকরা আশা প্রকাশ করেছেন, আগামী বছর আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সমগ্র খেলায় ধারা বিবরণীর দায়িত্বে ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হক ও আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow