কুবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 25, 2025 - 22:34
 0  11
কুবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) বাংলা বিভাগের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স। এ উপলক্ষে ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ বিষয়ক প্রবন্ধ আহ্বান করা হয়েছে।

কনফারেন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। আয়োজকরা জানিয়েছেন, প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ ৭ অক্টোবর, পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দেওয়া যাবে ৬ নভেম্বর পর্যন্ত এবং রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।

কনফারেন্সের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে 'বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী'। কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়া জন্য নির্ধারিত হয়েছে বেশ কিছু উপবিষয়। এর মধ্যে রয়েছে– বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, যেকোনো নাট্যকারের রচনায় প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব নিয়ে তুলনামূলক মূল্যায়ন, নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও জন্মশতবর্ষে তাঁর রচনার নবমূল্যায়ন। পাশাপাশি উল্লেখিত বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রবন্ধ জমা দেওয়ার সুযোগ থাকবে। নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স উপলক্ষে প্রকাশিত 'ভাষা-সাহিত্য পরিক্রমা' জার্নালে প্রকাশিত হবে। 

জানা যায়‚ প্রবন্ধে কী-ওয়ার্ড সম্বলিত সারসংক্ষেপের শব্দসংখ্যা ৩০০ এবং প্রবন্ধ ২৫০০-৫০০০ শব্দের মধ্যে হতে হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী জানান, ‘প্রথমবারের মতো আমরা এই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করছি। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। পাশাপাশি ভারতের বিশ্ববিদ্যালয় থেকেও প্রতিনিধি যোগ দেবেন।’

উল্লেখ্য, আগামী ২৬ ও ২৭ নভেম্বর দুদিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow