পিরোজপুরের কাউখালীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 17, 2025 - 17:40
 0  2
পিরোজপুরের কাউখালীতে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

পিরোজপুরের কাউখালী উপজেলায় শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য মোঃ আলম সেপাইকে তার স্ত্রী ও তিন মেয়েসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাউখালী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলম সেপাই অভিযোগ করে বলেন, তার চাচাতো ভাই আলাউদ্দিন ও তার সহযোগীরা পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে তাকে হত্যার চেষ্টা করেছে। তিনি জানান, তিনি হার্টের বাইপাস সার্জারি করা একজন অসুস্থ ব্যক্তি এবং প্রতিপক্ষের ভয়ে গত ১০ বছর ধরে নিজের পৈতৃক ভিটাছাড়া।

আলম সেপাই আরও বলেন, "শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বিস্ফোরক মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া গাজী ছিদ্দিকুর রহমানের মদদে আমার চাচাতো ভাই আলাউদ্দিন, আমার চাচী ও তার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে, যার মূল উদ্দেশ্য আমাকে সামাজিকভাবে হেয় করা।"

তিনি পুরনো ঘটনার কথা উল্লেখ করে বলেন, প্রায় ২৫ বছর আগে জমিজমা নিয়ে বিরোধের জেরে আলাউদ্দিন ও তার বাবা মতিউর রহমান সেপাই তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। সেই মামলায় আলাউদ্দিনের বাবার সাজা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ এপ্রিল ২০২৪ এবং ২১ জুন ২০২৫ তারিখে রাতে বাড়ি থেকে কাউখালী আসার পথে আলাউদ্দিন ও তার দল তাকে আবারও হত্যার উদ্দেশ্যে মারধর করে। এই ঘটনায় কাউখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়, যা পরবর্তীতে আদালতে নন-এফআইআর প্রসিকিউশন মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

আলম সেপাই কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি আলাউদ্দিন গং এবং আওয়ামী লীগ চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমানের হাত থেকে মুক্তি চাই, আমি বাঁচতে চাই। তাদের ভয়ে আমি গত ১০ বছর ধরে পরিবার নিয়ে কাউখালীতে বসবাস করছি।" তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে এই "কুচক্রী মহল" তাকে সাইবার মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা করেছিল।

সংবাদ সম্মেলনে আলম সেপাইর স্ত্রী নাসিমা বেগম এবং তার তিন কন্যাও উপস্থিত ছিলেন। তারা বলেন, "আলাউদ্দিনের ভয়ে আমরা বাড়িছাড়া। আমাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ায় দীর্ঘ ১০ বছর ধরে আমরা কাউখালীতে মানবেতর জীবনযাপন করছি।"

এ বিষয়ে অভিযুক্ত চাচাতো ভাই আলাউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "জায়গা-জমি ও মামলা সংক্রান্ত সব অভিযোগ মিথ্যা। আপনারা যাচাই করে দেখুন, বরং তারাই আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।"

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মনিরুজ্জামান মিন্টু, মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ফারুক হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, মোস্তফা সেপাই এবং আব্দুল্লাহ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow