সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর নৃশংস হামলা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক খোলাচোখ এবং মাইটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেন। সংসদীয় আসনের সীমানা পুনর্গঠনের প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গেলে একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে পুরো ভাঙ্গা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই উত্তাল পরিস্থিতির সংবাদ সংগ্রহের একপর্যায়ে উপজেলা চত্বরে সরোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে গুরুতর জখম করে এবং তাঁর সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন, মূল্যবান কাগজপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এই বর্বরোচিত হামলায় শুধু সরোয়ার হোসেনই নন, আরও কয়েকজন গণমাধ্যমকর্মীও হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।
কর্তব্যরত সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় ফরিদপুরের সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীরা অবিলম্বে এই হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ