আলফাডাঙ্গায় ‘আবাবিল সংগঠন’-এর আয়োজনে আঞ্চলিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আবাবিল সংগঠন’-এর আয়োজনে আঞ্চলিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার টোনা মৌজা ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট চারটি ক্যাটাগরিতে প্রায় ১২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৮ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কওমি উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনের হাফেজ তৈরি করা একটি মহান দায়িত্ব ও গৌরবের বিষয়। কুরআনের শিক্ষায় বেড়ে ওঠা প্রজন্ম সমাজে ন্যায়, মানবতা ও শান্তির বীজ বপন করবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে কুরআন চর্চায় আরও মনোযোগী হতে।
মাওলানা আবু বকর এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আমিনুল্লাহ, মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ মাওলানা ইমামুদ্দিন, মাওলানা আজিজুল্লাহ, মুফতি ইবাদত হুসাইন, মাওলানা মুমিনুর রহমান, মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা নুরুল আমিন ও হাফেজ ওমর ফারুক প্রমুখ।
সবশেষে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ