কেক কেটে সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের জন্মদিন উদযাপন
ফরিদপুরের সালথায় কেক কেটে উদযাপন করা হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সালথা-নগরকান্দা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের জন্মদিন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর সালথা পাম্প সংলগ্ন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর আয়োজনে এই জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নুরুল ইসলাম নাহিদকে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, যুবদল নেতা হাসান আশরাফ ও মিরান হুসাইন, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার সালথা প্রতিনিধি সাইফুল ইসলামসহ সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক নুরুল ইসলাম নাহিদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি শুধু একজন সংবাদকর্মী নন, সালথা অঞ্চলের গণমানুষের কণ্ঠস্বর।
জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
শেষে নুরুল ইসলাম নাহিদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চেষ্টা করবো সততা ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করতে।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ