ভাঙ্গায় জাকের পার্টির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাজারে জাকের পার্টির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশাল সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে হামিরদী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ সম্রাটের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না এবং ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ মাসুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলী, ফরিদপুর বিভাগীয় যুব ফ্রন্টের সভাপতি টিটু খাঁন এবং বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন।
জনসভায় দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশ শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
What's Your Reaction?






