ব্রাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারকে না জানিয়ে দায়িত্ব অবশেষে পদত্যাগ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Nov 5, 2025 - 19:55
 0  3
ব্রাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারকে না জানিয়ে দায়িত্ব অবশেষে পদত্যাগ

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করেছেন।

‎জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ২ টায় বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব দেওয়ার তিন ঘন্টা পর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দায়িত্ব গ্রহণের অস্বিকার জানাই।   

‎পদত্যাগের বিষয়টি অধ্যাপক ফেরদৌস রহমান  বলেন, গতকাল বিকেলেই আমি জানিয়েছি আমি দায়িত্ব নিবো না। আর এক রকম আমাকে না জানিয়েই এই দায়িত্ব দেওয়া হয়। আমি আমার মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ  কয়েক দিন আগেই ছেড়ে দিয়েছি। আমি আর দায়িত্ব নিতে চাই না। "

‎অধ্যাপক মোঃ ফেরদৌসর রহমানকে কে না জানিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, "আমি একটি মিটিং এ আছি পরে কথা বলব। এ বিষয় সিন্ডিকেট মেম্বার কে জিজ্ঞেসা করা লাগবে "

‎প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিধিমালা’ পাস হয়, যা নির্বাচনের পথ উন্মুক্ত করে দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow