ফরিদপুর সদর-৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক আব্দুত তাওয়াব। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক তাওয়াব ফরিদপুরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পোস্টে তিনি বলেন,
“ফরিদপুর সদরের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে দ্রুততার সঙ্গে সুস্থ করে প্রিয় জন্মভূমিতে ফিরিয়ে এনেছেন। আলহামদুলিল্লাহ।
আমি কৃতজ্ঞ ফরিদপুর-৩ (সদর) আসনের জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি, যারা সদরের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে এসেছেন। ফরিদপুরবাসীর ভালোবাসা ও সম্মান আমাকে আপ্লুত করেছে।”
তিনি আরও বলেন, “গতকাল বিশাল মোটর শোভাযাত্রার কারণে শহরের কিছু এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়েছিল। এতে যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে ফরিদপুরের পুলিশ প্রশাসন ও জামায়াতের স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই, যারা সড়ক ব্যবস্থাপনা ও শোভাযাত্রার শৃঙ্খলা বজায় রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন।”
অধ্যাপক তাওয়াব শেষে ফরিদপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “যে পরিবর্তনের যাত্রা আপনারা শুরু করেছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে তা পূর্ণতা লাভ করবে, ইনশাআল্লাহ।”
স্থানীয় রাজনৈতিক মহলে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। ফরিদপুরে নির্বাচনী মাঠে জমতে শুরু করেছে উত্তাপ।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ