বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Oct 31, 2025 - 16:20
 0  4
বিজয়নগরে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর ভোর ৪টা ৩০ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় চকলেট ২,১৩৭ পিস, কসমেটিকস সামগ্রী ৪১৩ পিস, সিল্ক শাড়ি ২০ পিস, পাঞ্জাবি ৩৪৫ পিস, জর্জেট থ্রিপিস ৯৯ পিস এবং জিলেট ব্লেড ৬,০০০ পিস আটক করা হয়।

আটককৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ১৬ হাজার ৩৮০ টাকা।

উদ্ধারকৃত পণ্যসমূহ আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যেন ভারত থেকে কোনো ধরনের অবৈধ চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর। অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow