ফরিদপুরে আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা স্থগিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 31, 2025 - 15:40
 0  3
ফরিদপুরে আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা স্থগিত

ফরিদপুরে আন্তজেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা স্থগিত করেছে প্রশাসন। রেজি নং ঢাকা-২১৮৭ এই ইউনিয়নের সাধারণ সভাটি শুক্রবার (৩১ অক্টোবর) শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় প্রশাসন তা স্থগিত ঘোষণা করে।

সভা স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সাধারণ শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুছা বলেন, “বিগত দিনে তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা অপকর্মে লিপ্ত হয়েছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছে। এর আগেও তারা এ ধরনের একটি কর্মসূচি করার চেষ্টা করেছিল, কিন্তু সেটিও বানচাল হয়েছিল। আজ আবারও একই ধরনের সভার আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, “আজকের অনুষ্ঠানের ব্যানারে বিএনপির কোনো নেতৃবৃন্দের ছবি ছিল না—না দেশনেত্রী বেগম খালেদা জিয়া, না তারেক রহমান, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও কোনো ছবি নেই। তারা বিএনপি ও শ্রমিক দলকে পাশ কাটিয়ে নিজেদের স্বার্থে এমন একটি আয়োজন করেছে।”

শেখ মুজাফফর আলী মুছা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফরিদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেবে না। গত ১৭ বছর ধরে তারা সাধারণ শ্রমিকদের ক্ষতি করেছে, একের পর এক মিথ্যা মামলা দিয়েছে, অনেককেই জেল খাটতে হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে টাকা নিয়ে এরা এখন আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার পাঁয়তারা করছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি খায়রুল বাসার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সংবাদ লেখা পর্যন্ত উক্ত স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উল্লেখ্য, ত্রিবার্ষিক সাধারণ সভা শেষে অসহায় শ্রমিক পরিবারের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ও খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তবে সভা স্থগিত হওয়ায় কর্মসূচিগুলোও স্থগিত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow