জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু সরকারি সুবিধা থেকে নাম প্রত্যাহার করলেন
জুলাই আন্দোলনের চেতনায় বিশ্বাসী এবং সেই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু সরকারি গেজেট ও মাসিক ভাতা সহ সকল ধরনের সুবিধা থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন। আজ তিনি এ সংক্রান্ত ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দেন।
পোস্টে আবরার নাদিম ইতু উল্লেখ করেন, “জুলাই আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের চেতনায় অঙ্গীকারিত ‘দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ’ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছে না। কার্যকর পদক্ষেপও নিতে পারছে না। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অসংগতিমূলক ও অনৈতিক কর্মকাণ্ডও লক্ষণীয়।”
তিনি আরও বলেন, “বিশেষ করে ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরের অনিয়ম আগের মতোই বহাল। কোনো সিন্ডিকেট নেই বলেও কিছু হয়নি, অনিয়ম থেমে নেই, যা সবাই অবগত।”
এ পরিস্থিতিতে তিনি নিজের নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও তা গ্রহণ করেননি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি বলেন, “যদি বিগত দিনে আমি কোন অনিয়ম বা দুর্নীতিতে যুক্ত থাকি, তাহলে আমার বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ হোক।”
তার গেজেট নম্বর হলো: ২৪৮৯।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ