ফরিদপুরে চোরাচালান মামলার সাজাপ্রাপ্ত আসামি সবুজ মল্লিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 29, 2025 - 14:59
 0  3
ফরিদপুরে চোরাচালান মামলার সাজাপ্রাপ্ত আসামি সবুজ মল্লিক গ্রেফতার

ফরিদপুরে চোরাচালান মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সবুজ মল্লিককে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

অভিযানে যশোর জেলার চৌগাছা থানার চোরাচালান মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি সবুজ মল্লিক (৩৪)-কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মিজান মল্লিকের ছেলে ও ফরিদপুর জেলার কোতয়ালী থানার ইষান গোপালপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবুজ মল্লিকের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা নং-১৪, তারিখ ১৩/০২/২০১৩, ধারা—বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫(বি)(২) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ মল্লিক তার অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow