আশুলিয়ায় র্যাব-৪ ও ঔষধ প্রশাসনের অভিযানে নকল যৌন উত্তেজক ও নিম্নমানের কয়েল উদ্ধার
‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানসহ নানামুখী অপরাধ দমনে সাফল্যের সঙ্গে কাজ করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেই ধারাবাহিকতায় এবার নকল ও নিম্নমানের পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে র্যাব-৪ ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ও গৌরিপুর এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ও হরমোন জাতীয় সরকারি ঔষধ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান এবং র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক।
অভিযান চলাকালে গাজী মেডিসিন পয়েন্ট ও অস্ট্রা বায়োফার্মাসিউটিক্যালস নামের দুটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ঔষধ ও হরমোন জাতীয় পণ্য মজুদ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠান দুটির মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
একই দিনে আশুলিয়ার কোন্ডা এলাকায় পৃথক অভিযানে একটি নামবিহীন প্রতিষ্ঠানে লাইসেন্সবিহীন ও নিম্নমানের বিপুল পরিমাণ কয়েল জব্দ করা হয়। ঐ প্রতিষ্ঠানের মালিককেও মামলা দায়েরের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে র্যাব সদর দপ্তর, র্যাব-৪ ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত নকল যৌন উত্তেজক ঔষধ, হরমোন জাতীয় ওষুধ এবং নিম্নমানের কয়েল ধ্বংস করা হয়।
র্যাব-৪ জানায়, জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এদিকে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ