ফরিদপুরে সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য ও তরুণদের সামাজিক দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা
ফরিদপুরে সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য, লিডারশীপ, শিক্ষা ও ক্যারিয়ার এবং তরুণদের সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সরকারি রাজেন্দ্র কলেজে “বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন” ফরিদপুর জেলা শাখার আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের প্রধান দায়িত্ব হলো সচেতনতা। সোশ্যাল মিডিয়ায় হয়রানি, ছবি বা তথ্য চুরি, অনলাইন প্রতারণা, ফেক আইডি দিয়ে মিথ্যা প্রচার—এসবই সাইবার অপরাধ। ব্যক্তিগত তথ্য অসতর্কভাবে না দেওয়া, অপরিচিত লিঙ্কে ক্লিক না করা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা অত্যন্ত জরুরি। সাইবার বুলিং বা হয়রানির শিকার হলে ভয় না পেয়ে কলেজ কর্তৃপক্ষ বা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সবার সম্মিলিত দায়িত্ব সাইবার স্পেসকে নিরাপদ রাখা।”
পুলিশ সুপার আরও বলেন, “শিক্ষা শুধুমাত্র ডিগ্রি অর্জনের মাধ্যম নয়, এটি মানসিক উৎকর্ষ সাধন ও সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার মূল ভিত্তি। ঘৃণা, বিদ্বেষ বা গুজবের পরিবর্তে ইতিবাচক তথ্য, সৃজনশীল কাজ এবং দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দাও। একটি সুন্দর, নিরাপদ ও প্রগতিশীল সমাজ গঠনে তোমাদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।”
তিনি শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের এমনভাবে তৈরি করো, যাতে ডিজিটাল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারো এবং সমাজের একজন গর্বিত ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।”
উক্ত কর্মশালায় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ