চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধের দাবীতে উলামা পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আসলাম বেপারী, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 27, 2025 - 12:39
 0  9
চরভদ্রাসনে ইসকন নিষিদ্ধের দাবীতে উলামা পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুরের চরভদ্রাসনে 'হিন্দুত্ববাদী উগ্র সংগঠন' আখ্যা দিয়ে ইসকন নিষিদ্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় উলামা পরিষদ। রোববার সকাল ১১টায় উপজেলা সদর বাজার চত্বরে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একটি স্মারকলিপি পেশ করেন তারা।

মানববন্ধনে উপজেলার আলেম-উলামা ছাড়াও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। তারা বাজারের প্রধান সড়কের পাশে হাতে হাত ধরে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে তাদের দাবী তুলে ধরেন।

উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মুফতি সেলিমের সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন মুফতি কবির আহাম্মেদ, মুফতি ওবাইদুর রহমান, মুফতি সালাউদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম ফাহিম, মুফতি মিজানুর রহমান এবং মুফতি হুজ্জাতুল্লাহ প্রমুখ।

বক্তারা দেশব্যাপী ইসকনের কথিত গুম, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের জন্য অবিলম্বে সংগঠনটিকে নিষিদ্ধ করার জোর দাবী জানান। একইসাথে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং অর্থনীতি সুরক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow