শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনার জয়

আসলাম বেপারী, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 27, 2025 - 12:35
 0  7
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খুলনার জয়

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সরকারি কলেজ মাঠে রবিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ১-০ গোলে কুষ্টিয়া বিজিএম গ্রুপ ফুটবল একাডেমিকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে।

স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউযনুছ আলী প্রামানিকের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় চরভদ্রাসন ইয়ং ক্লাব টুর্নামেন্টটির আয়োজন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নিখিল রঞ্জন বিশ্বাস। খেলা পরিচালনা করেন আব্দুল ওহাব মোল্যা ও দিদারুল ইসলাম সেন্টু।

প্রথমার্ধে একমাত্র গোলটি করে এগিয়ে যায় খুলনা নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলোয়াড়দের মরিয়া প্রচেষ্টা সত্ত্বেও আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে খুলনা দলটি।

ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোঃ সাইফ দ্বোহা, সহকারী রেফারি ছিলেন হাসিবুল হাসান, মিরাজ হোসেন ও কামরুজ্জামান সৈকত। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন মোজাফ্ফর হোসেন জাফর ও সাজ্জাত হোসেন সাজু।

অব দ্য ম্যাচ নির্বাচিত হন খুলনার গোলকিপার খালিদ হাসান। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, বিপুল দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে উচ্ছ্বাসে। দর্শকদের উল্লাসে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠ পরিণত হয় এক উৎসবমুখর প্রাঙ্গণে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। মাসব্যাপী উত্তেজনাপূর্ণ খেলাগুলোর পর রোববারের ফাইনালে খুলনা দল বিজয়ীর ট্রফি ঘরে তোলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow