ফরিদপুরে এ কে আজাদের বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 21, 2025 - 13:40
 0  3
ফরিদপুরে এ কে আজাদের বিরুদ্ধে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে সোমবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা এ কে আজাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। তিনি অভিযোগ করেন, গত ১৯ অক্টোবর কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে বিএনপির পূর্বঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র বিতরণের সময় এ কে আজাদের সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে আপত্তিকর স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের প্রতিরোধ করে।

নায়াব ইউসুফ বলেন, এ সময় একটি বালক আখ দিয়ে এ কে আজাদের গাড়িতে হালকা আঘাত করলেও বিএনপি নেতাকর্মীরা তাকে নিবৃত্ত করে এবং গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করে। তার অভিযোগ, এ কে আজাদ এই ঘটনাকে কেন্দ্র করে তার মালিকানাধীন গণমাধ্যমে "মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন" অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যা তার "নির্বাচনী অপকৌশল"। তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনার পর থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।

অন্যদিকে, এ কে আজাদ তার ওপর হামলার অভিযোগ এনে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, সন্ত্রাস দিয়ে জনসমর্থন দমন করা যায় না।

বিএনপির সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

এদিকে, এ কে আজাদের গাড়িবহরে হামলার ঘটনায় সাংগঠনিক কার্যক্রমে শৈথিল্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি এবং সাবেক সংসদ সদস্য এ কে আজাদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow