ভোট গণনা করতে এসে সহকারী অধ্যাপকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে সিনেটে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, ম্যাডাম জাকসু ও প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ সকাল ৮ টার দিকে তিনি ‘ভোট গণনার কাজে ম্যাডাম এখানে এসেছিলেন। এরপর তিনি হঠাৎ অচেনা হয়ে পড়লে তাঁকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, সকালে ম্যাডামকে হাসপাতালে আনা হয়, কিন্তু তিনি হাসপাতালে আসার আগেই মৃত্যুবরণ করেন। হাসপাতালের চিকিৎসক চিকিৎসা দেওয়ার সুযোগ পান নি। তার আগেই তিনি মারা যান
What's Your Reaction?






