বিএনপি-জাপা ছেড়ে জামায়াতে অর্ধশত নেতাকর্মীর যোগদান

পিরোজপুরের নাজিরপুরে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিন্ন রাজনৈতিক আদর্শের দুই প্রধান দল বিএনপি ও জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে শীর্ষস্থানীয় দুই নেতাসহ প্রায় অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য প্রতিনিধি সমাবেশে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। জামায়াতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির নাজিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন খান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল হাওলাদার। তারা জামায়াতের সহযোগী সদস্য হিসেবে ফরম পূরণের মাধ্যমে নতুন রাজনৈতিক পথচলা শুরু করেন। তাদের সঙ্গে আরও প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মী সমর্থক জামায়াতে যোগ দেন বলে আয়োজকরা জানিয়েছেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং মাওলানা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল্লামা সাঈদীর পুত্র মাসুদ সাঈদী। তার উপস্থিতি অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেয়।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি (অবঃ) সেনা কর্মকর্তা কাজী মোসলেহ্ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সিফাতুল্লাহ্ বিন বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মাহফুজুর রহমান এবং উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হানিফ ও সেক্রেটারি সাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দলবদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবেগঘন বক্তব্যে মো. ইস্রাফিল হাওলাদার বলেন, "আমি একজন মুসলমান এবং সমাজে দ্বীন কায়েম করা আমার ঈমানী দায়িত্ব। আমি মনে করি, দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন। যেহেতু জাতীয়তাবাদী দলের আদর্শ পুরোপুরি ইসলামিক নয়, তাই আমি সেই দল থেকে সরে এসে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। জীবনের বাকিটা সময় ইসলামের আদর্শকে ধারণ করে বেঁচে থাকতে চাই।"
এই যোগদান অনুষ্ঠানকে ঘিরে নাজিরপুরের রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখছেন স্থানীয় বিশ্লেষকরা।
What's Your Reaction?






